
শিক্ষক ই-লার্নিং প্রশিক্ষণ
শিক্ষকদের জন্য বর্ণিত ই-লার্নিং প্রশিক্ষণ সমূহ (প্রতিটি প্রশিক্ষণ ১০ হাজার টাকা করে ধরে যার মূল্যমান প্রায় ১ লক্ষ টাকার উপরে হবে) প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে দেয়া হবে। অর্থাৎ, এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে কোন অর্থই দিতে হবেনা । প্রতিটি প্রশিক্ষণের সাথে সহায়িকা, প্রশিক্ষণ মডিউল, প্রশিক্ষণ ভিডিও, নমুনা কনটেন্ট, ওয়ার্ক টেম্পলেট এবং উন্মুক্ত দেশি-বিদেশী তথ্য প্রযুক্তি পারামর্শ সেবা সংযুক্ত থাকবে। শিক্ষকরা প্রতিবছর ২টি নতুন প্রশিক্ষণ সম্পন্ন করবেন এবং এর মাধ্যমে প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুলে প্রতি প্রতিষ্ঠানে গড়ে ১০ জন করে শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিলে গড়ে ১০০০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার এডভান্স ই-লার্নিং প্রফেশনাল শিক্ষক তৈরি হবেন।
শিক্ষক ই-লার্নিং প্রশিক্ষণ
:::::বিস্তারিত:::::
০১
০২
‘শিক্ষক কতৃক ডিজিটাল কন্টেন্ট তৈরি’ মডেলের সম্প্রসারণ
এ প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক (প্রাক-প্রাথমিক সহ) ও মাধ্যমিক বিদ্যালয়ের (এবং কলেজের) সম্মানিত শিক্ষকগণ পাওয়ার পয়েন্ট জ্ঞানকে (TEACHER LED CONTENT DEVELOPMENT MODEL- ‘শিক্ষক কতৃক ডিজিটাল কন্টেন্ট তৈরি’ মডেলকে) আরও সম্প্রসারণ করে সহজে টিচিং-লার্নিং ম্যাথডোলজি ও প্যাডাগজি অনুযায়ী ইন্টারেক্টিভ লেসন এবং স্বয়ংক্রিয় অনুশীলন (পরীক্ষা/ক্যুইজ) সংযুক্ত সমন্বিত কোর্স মডিউল নির্মাণ করতে সক্ষম হবেন।
শিক্ষক কতৃক নির্মিত ডিজিটাল কন্টেন্টের প্রধান বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন এর ইন্টারেক্টিভিটি এবং স্বয়ংক্রিয় অনুশীলন সংযুক্ত সমন্বিত কোর্স মডিউল নির্মাণ করতে পারা যেন তা মাল্টিমিডিয়া ক্লাসরুমে দেখার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের বাসায় কম্পিউটারে বা অন্যত্র (যেমন চলার পথে মোবাইলে) এ কন্টেন্ট ব্যবহার করে আরও বেশি উপকৃত হতে পারে। প্রচলিত TEACHER LED CONTENT DEVELOPMENT MODEL- যা দেশের একমাত্র শিক্ষক কতৃক ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রশিক্ষণ, সংগত কারণেই তা বেসিক পাওয়ার পয়েন্ট ভিত্তিক ও কিছুটা সীমাবদ্ধ। আর এ সীমাবদ্ধতা কাটিয়ে সহজেই শিক্ষকরা উল্ল্যেখিত প্রশিক্ষণের মাধ্যমে পাওয়ার পয়েন্ট জ্ঞানকে সম্প্রসারণ করে আরও অধিক মানমস্পন্ন ডিজিটাল কন্টেন্ট ও পূর্ণাঙ্গ কোর্স মডিউল নির্মাণ করতে পারবেন।
০৩
জুম ও টাচ বৈশিষ্ট্য সক্রিয় পাঠ সংশ্লিষ্ট ডাইনামিক ই কন্টেন্ট নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ সহজেই জুম ও টাচ বৈশিষ্ট্য সক্রিয় বিষয় ও পরীক্ষা ভিত্তিক ডাইনামিক ই কন্টেন্ট নির্মাণ করতে পারবেন ফলে শিক্ষকরা তাদের পাঠদান প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য এমন একটি শিখন-শেখানোর অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম হবেন যেখানে শিক্ষার্থীরা কন্টেন্ট এবং এর মাধ্যমে তাদের মস্তিস্ক সঙ্গে যোগাযোগ করতে পারে (A LEARNING EXPERIENCE WHERE THE LEARNER CAN INTERACT WITH THE CONTENT AND THEIR BRAINS),ফলে শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষা গ্রহণ ও মূল্যায়ন প্রক্রিয়া (SUMMATIVE ASSESSMENT) নিশ্চিত ভাবে ফলপ্রসূ হয়ে উঠবে।
০৪
ইন্টারেক্টিভ অডিও-ভিজুয়াল কথা বলা ই-বুক নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ সহজেই ইন্টারেক্টিভ অডিও-ভিজুয়াল ই-বুক নির্মাণ করতে পারবেন ফলে শিক্ষার্থীদের অধ্যয়ন হবে সৃজনশীল পদ্ধতে লেখাপড়া করার উপযোগী এবং পাঠ্যপুন্তক কেন্দ্রিক ।
০৫
অডিও, ভিডিও সমন্বিত ইন্টারেক্টিভ ও আকর্ষক 2D অ্যানিমেশন নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ শিক্ষার্থীদের মানসম্পন্ন ফলপ্রসূ শিক্ষার জন্য সহজেই অডিও, ভিডিও সমন্বিত ইন্টারেক্টিভ ও আকর্ষক 2D অ্যানিমেশন নির্মাণ করতে পারবেন। আর প্রশিক্ষণকে সহজ ও দ্রুত করার জন্য শিক্ষকদের 2D অ্যানিমেশনের বিভিন্ন ওপেন সোর্স টেম্পলেট তৈরি করে দেয়া হবে ফলে শিক্ষকরা 2D অ্যানিমেশনের প্রায় কিছু না জেনেই শিক্ষামূলক আকর্ষক 2D অ্যানিমেশন নির্মাণ করতে সক্ষম হবেন।
০৬
3D অ্যানিমেশন ও ভার্চুয়াল শ্রেণীকক্ষ নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ সহজেই অডিও, ভিডিও সমন্বিত আকর্ষক 3D অ্যানিমেশন ও ভার্চুয়াল শ্রেণীকক্ষ ভিত্তিক কন্টেন্ট নির্মাণ করতে পারবেন। এ প্রশিক্ষণকে আরও সহজ ও দ্রুত করার জন্য শিক্ষকদের 3D অ্যানিমেশনের বিভিন্ন ওপেন সোর্স টেম্পলেট তৈরি করে দেয়া হবে ফলে শিক্ষকরা 3D অ্যানিমেশনের প্রায় কিছু না জেনেই শিক্ষামূলক আকর্ষক 3D অ্যানিমেশন ও ভার্চুয়াল শ্রেণীকক্ষ নির্মাণ করতে সক্ষম হবেন।
পাঠ সংশ্লিষ্ট ইন্টারেক্টিভ গেম, সিমুলেশন ও ক্যুইজ নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ সহজেই শিক্ষার্থীর জন্য আনন্দময় এবং একটিভিটি ভিত্তিক শিক্ষা উপকরণ তৈরি করতে পাঠ সংশ্লিষ্ট ইন্টারেক্টিভ গেম, সিমুলেশন ও ক্যুইজ ইত্যাদি নির্মাণ পারবেন।
০৭
০৮
গ্রাফিক্স ও ইনফোগ্রাফিক্স (সমন্বিত পাঠ চার্ট নির্মাণের জন্য) দক্ষতা অর্জন
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ সহজেই গ্রাফিক্স ও ইনফোগ্রাফিক্স দক্ষতা অর্জন করবেন ফলে তারা তাদের নির্মিত ডিজিটাল কন্টেন্টে এবং শ্রেণীকক্ষে সমন্বিত পাঠ চার্ট নির্মাণে দক্ষ ভাবে গ্রাফিক্স ও ইনফোগ্রাফিক্স এর প্রয়োগ করতে পারবেন।
০৯
পাঠ সংশ্লিষ্ট ডিজিটাল স্টোরিটেলিং, মোশন গ্রাফিক্স ও ভিডিও প্রোডাকশন
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ ডিজিটাল স্টোরিটেল িং, মোশন গ্রাফিক্স ও ভিডিও প্রোডাকশান সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করবেন ফলে তারা সহজে ও কম খরচে শ্রেণীকক্ষের ও পাঠ সংশ্লিষ্ট HD ভিডিও, জীবনী ও তথ্যচিত্র নির্মাণ করতে পারবেন।
১০
মোবাইল লার্নিং কোর্স মডিউল ও মোবাইল শিক্ষা অ্যাপস নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ স্মার্ট ফোন ও ট্যাব এনাবল কন্টেন্ট তথা মোবাইল লার্নিং কোর্স মডিউল ও পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন মোবাইল শিক্ষা অ্যাপস নির্মাণ করতে পারবেন ফলে শিক্ষার্থীরা সব সময় এবং চলার পথে মোবাইলেও শিক্ষকের কন্টেন্ট ব্যবহার করতে পারবে।
১১
ওয়েব ও সামাজিক নেটওয়ার্ক ভিত্তিক ই লার্নিং
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ আকর্ষক ই লার্নিং ওয়েবসাইট, ব্লগ নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য সামাজিক নেটওয়ার্কে ভিত্তিক ই লার্নিং পরিবেশকে সহজতর করে তুলতে পারবেন ফলে শিক্ষার্থীর জন্য অনলাইন ভিত্তিক শিক্ষা হবে সহজ।
১২
একটি সম্পূর্ণ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ অনলাইন ই লার্নিং ম্যানেজমেন্ট, প্রশাসন, ডকুমেন্টেশন, ট্র্যাকিং, রিপোর্টিং, সার্টিফিকেশন এবং কোর্স বিতরণ বা প্রশিক্ষণ রিসোর্স সরবরাহের জন্য একটি একটি সম্পূর্ণ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LEARNING MANAGEMENT SYSTEM: LMS) নির্মাণ করতে সক্ষম হবেন।
ক্লাসরুম মাল্টিমিডিয়া সিরিজ ও সিডি-ডিভিডি সংস্করণ নির্মাণ
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ সহজেই বিভিন্ন ক্লাসরুম মাল্টিমিডিয়া সিরিজ এবং ডিজিটাল কন্টেন্টের মাল্টিমিডিয়া সিডি-ডিভিডি সংস্করণ নির্মাণ করতে পারবেন।