top of page

আমার প্রথম ই-স্কুল 

:::::বিস্তারিত::::: 

আমার প্রথম ই-স্কুল

 

আমার প্রথম ই-স্কুল’-এ কার্যক্রম বা সেবার মাধ্যমে শিক্ষার্থীরা বা তাদের পরিবার সারাজীবনের জন্য একটি ই-স্কুল পাবে । অর্থাৎ, প্রতিটি ঘরে (কম্পিউটারে) ও হাতে (মোবাইলে) একটি পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা সম্পন্ন স্কুল দেয়া হবে যেখানে শিক্ষার্থীরা ধারাবাহিক ভাবে প্রাক প্রাথমিক, ১ম ও ২য় শ্রেণির সকল বিষয়ে; ৩য় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে এবং ৯ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি, গনিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী সকল অধ্যায় ও পাঠ ভিত্তিক পূর্ণাঙ্গ ই-লার্নিং কোর্স মডিউল এবং নিচে বর্ণিত সকল আধুনিক শিক্ষা ও তথ্য প্রযুক্তি সেবা পাবে।

০১

০২

ইন্টারেক্টিভ লেসন ও স্বয়ংক্রিয় অনুশীলন সংযুক্ত সমন্বিত কোর্স মডিউল

 

ই-স্কুলের মধ্যে শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক ভাবে প্রতিটি সংশ্লিষ্ট বিষয়ের পাঠ, অধ্যায় ও অনুচ্ছেদ ভিত্তিক ইন্টারেক্টিভ লেসন এবং স্বয়ংক্রিয় অনুশীলন সংযুক্ত (পরীক্ষা, ক্যুইজ ও সার্টিফিকেশন সহ) সমন্বিত কোর্স মডিউল দেয়া থাকেবে।

০৩

জুম ও টাচ বৈশিষ্ট্য সক্রিয় বিষয় ও পরীক্ষা সংশ্লিষ্ট ডাইনামিক ই কন্টেন্ট

 

শিক্ষার্থীদের জন্য জুম ও টাচ বৈশিষ্ট্য সক্রিয় বিষয় ও পরীক্ষা ভিত্তিক ডাইনামিক ই-কন্টেন্ট দেয়া থাকবে ফলে তাদের এমন একটি শিখন-শেখানোর অভিজ্ঞতা তৈরি হবে যেখানে শিক্ষার্থীরা কন্টেন্ট এবং এর মাধ্যমে তাদের মস্তিস্ক সঙ্গে যোগাযোগ করতে পারে (A LEARNING EXPERIENCE WHERE THE LEARNER CAN INTERACT WITH THE CONTENT AND THEIR BRAINS), ফলে শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষা গ্রহণ ও মূল্যায়ন প্রক্রিয়া (SUMMATIVE ASSESSMENT) নিশ্চিত ভাবে ফলপ্রসূ হয়ে উঠবে।

০৪

ইন্টারেক্টিভ অডিও-ভিজুয়াল কথাবলা ই-বুক

 

শিক্ষার্থীদের জন্য প্রতিটি সংশ্লিষ্ট বিষয়ের ইন্টারেক্টিভ অডিও-ভিজুয়াল কথাবলা ই-বুক দেয়া হবে ফলে শিক্ষার্থীদের অধ্যয়ন হবে সৃজনশীল পদ্ধতে লেখাপড়া করার উপযোগী এবং পাঠ্যপুন্তক কেন্দ্রিক ।

০৫

অডিও, ভিডিও সমন্বিত ইন্টারেক্টিভ ও আকর্ষক 2D অ্যানিমেটেড কন্টেন্ট

 

শিক্ষার্থীদের মানসম্পন্ন ফলপ্রসূ শিক্ষার জন্য পাঠ সংশ্লিষ্ট অডিও, ভিডিও সমন্বিত ইন্টারেক্টিভ ও আকর্ষক 2D অ্যানিমেটেড কন্টেন্ট দেয়া হবে ।

০৬

3D অ্যানিমেটেড ও ভার্চুয়াল শ্রেণীকক্ষ ভিত্তিক কন্টেন্ট

 

ই-স্কুলের মধ্যে শিক্ষার্থীদের জন্য 3D অ্যানিমেটেড ও ভার্চুয়াল শ্রেণীকক্ষ ভিত্তিক কন্টেন্ট দেয়া থাকেবে।

০৭

পাঠ সংশ্লিষ্ট ইন্টারেক্টিভ গেম, সিমুলেশন ও ক্যুইজ

 

শিক্ষার্থীদের জন্য পাঠ সংশ্লিষ্ট ইন্টারেক্টিভ গেম, সিমুলেশন ও ক্যুইজ দেয়া থাকবে।

০৮

পাঠ সংশ্লিষ্ট নোটস্, সমন্বিত পাঠ চার্ট, একটিভিটি সিট ইত্যাদি প্রিন্ট সুবিধা

 

শিক্ষার্থীরা প্রয়োজনে পাঠ সংশ্লিষ্ট নোটস্, সৃজনশীল প্রশ্ন ও সমাধান, সমন্বিত পাঠ চার্ট, একটিভিটি সিট ইত্যাদি প্রিন্ট করে নিতে পারবে।

০৯

পাঠ সংশ্লিষ্ট ডিজিটাল স্টোরিটেলিং, মোশন গ্রাফিক্স ও ভিডিও কন্টেন্ট

 

শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্টোরিটেলিং, মোশন গ্রাফিক্স ও ভিডিও প্রোডাকশন ভিত্তিক শ্রেণীকক্ষের ও পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন HD ভিডিও, জীবনী ও তথ্যচিত্র দেয়া থাকবে।

১০

মোবাইল লার্নিং কোর্স মডিউল ও মোবাইল শিক্ষা অ্যাপস

 

মোবাইল লার্নিং কোর্স মডিউল এবং পাঠ, অধ্যায় ভিত্তিক মোবাইল শিক্ষা অ্যাপস দেয়া থাকবে।

১১

ডাউনলোড লিংক সহ কনটেন্ট রিসোর্স , আপডেট ও রেফারেন্স সাইট

 

শিক্ষার্থীদের জন্য কনটেন্ট ও মুক্ত ক্রিয়েটিভ কমন্স ডাউনলোড লিংক সহ রিসোর্স, আপডেট ও রেফারেন্স সাইট দেয়া থাকবে।

১২

প্রতিটি আলাদা বিষয়ে টিউটরিং সাপোর্ট এবং 24/7 স্টাডি হাব

 

শিক্ষার্থীদের জন্য স্কুল শেষে প্রতিটি আলাদা বিষয়ে ON-LINE TA বা টিউটরিং সাপোর্ট থাকবে যেখানে শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার মত করে শিক্ষক এবং বিষয় বিশেষজ্ঞদের কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পড়তে পারবে, নোটস্ এবং পরামর্শ নিতে পারবে । এছাড়া প্রতিটি বিষয়ের জন্য আলাদা 24/7 স্টাডি হাব থাকবে যেখানে সকল ধরনের ক্লাস লেকচার, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি স্বয়ংক্রিয় লার্নিং পাথ অনুযায়ী চলতে থাকবে, শিক্ষার্থীরা তার ব্যক্তিগত প্রয়োজনে একান্তে এগুলো ব্যবহার করতে পারেবে।

যেকোন আইটি, ওয়েব ও প্রযুক্তি বিষয়ক সমস্যা সমাধান সাপোর্ট

 

এছাড়া শিক্ষার্থীদের যেকোন আইটি, ওয়েব ও প্রযুক্তি বিষয়ক সমস্যা সমাধান সাপোর্ট দেয়া হবে।

সামাজিক মাধ্যম

  • Facebook Long Shadow
  • Twitter Long Shadow
  • YouTube Classic

পরিচালনা প্রতিষ্ঠান

ঠিকানা: এখানে ‍ঠিকানা বসবে

webaddress.com

 

Tel: 02989055597

Fax: 123-456-7890

 

© 2015 by ................ Interactives

Proudly created with ....... & .......

Your details were sent successfully!

bottom of page